বাস চাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যুতে চার বাসে আগুন দিল শ্রমিকরা, সড়ক অবরোধ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:৩৪| আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:৪০
অ- অ+

গাজীপুরে বাস চাপায় অনন্ত ক্যাজুয়েল নামে একটি কারখানার নিরাপত্তাকর্মী নিহতের ঘটনায় চারটি বাসে আগুন দিয়ে সড়ক অবরোধ করেছে কয়েকটি কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিয়ন ঘটনাস্থলে গেলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তারগাছ এলাকায় মহাসড়কে বাসচাপায় অনন্ত ক্যাজুয়েল নামের কারখানার নিরাপত্তা কর্মীর মৃত্যুর খবর ছড়ায়। এমন খবরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা বাসে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। পরে শ্রমিক ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, বাসে আগুন দেওয়ার খবরে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেলে পাবলিক ও শ্রমিকরা করা হামলা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী গেলে তাদের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি এলাকায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভার্টিগো: কতটা ভয়ানক এ রোগ? চিকিৎসাই বা কী
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর
ইসলামী ব্যাংক কর্মকর্তার সিএসএএ ফেলোশিপ অর্জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা