মহাখালীতে সড়ক ও রেলপথ ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৪, ১৭:০৭| আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
অ- অ+

পাঁচ ঘণ্টা অবরোধের পর রাজধানীর মহাখালীর সড়ক ও রেলপথ ছেড়েছেন নিজস্ব বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সোমবার বিকাল চারটার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এতে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিতুমীর কলেজকে বিশবিদ্যালয় করার দাবিতে এদিন সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পাশাপাশি তারা রেললাইনও অবরোধ করেন। ফলে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে বিকাল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান। এর পর থেকে সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সরোয়ার ঢাকা টাইমসকে জানান, শিক্ষার্থীরা সড়ক ছাড়ার পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকাল ৪টা ২০ মিনিটে কমলাপুর ছেড়েছে উপকূল এক্সপ্রেস ট্রেন। এটি ৩টা ২০ মিনিটে ছাড়ার কথা ছিল।

আরও পড়ুন>যাত্রীবাহী ট্রেনে ইটপাটকেল ছুড়ল তিতুমীরের শিক্ষার্থীরা, শিশুসহ কয়েকজন আহত

এদিকে, বেলা সাড়ে ৩টার দিকে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন তিতুমীর কলেজেরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। ১২ সদস্যের এ দলে আছেন শিক্ষার্থী মেহেদী হাসান মাল, মাহামুদুল হাসান, জাহাঙ্গীর সানি, আমিনুল, নুর উদ্দিন জিসান, কাউসার আহমেদ, মোশারফ হোসেন, তোহা, নুর মোহাম্মদ, হাবিব উল্লাহ রনি, আব্দুল হামিদ ও নিরব হোসেন। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/এলএম/ইএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২১১ রানের লিড নিয়ে স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ
কোন সময়ে শীতে রোদ পোহালে শরীরে তৈরি হবে ভিটামিন ডি
এলপিজির নতুন দাম ঘোষণা হবে বিকালে
এইচএসসি ও সমমানের ফরম পূরণ শুরু ২ মার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা