আজও প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের অবস্থান
আজও প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে সমবেত হয়েছেন বিক্ষোভকারীরা। নানান অভিযোগ তুলে বেশ কদিন ধরেই দেশের শীর্ষস্থানীয় এই গণমাধ্যমটি তারা বন্ধ করে দেওয়ার দাবি জানাচ্ছেন।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। কয়েক শ বিক্ষোভকারী সেখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে সতর্ক অবস্থান নিয়েছেন। আসরের ওয়াক্তে সেখানে নামাজ আদায় করেন আন্দোলনকারীরা।
এই বিক্ষোভকারীদের দাবি, প্রথম আলো হলুদ সাংবাদিকতা করে। তাদের এ জন্য ক্ষমা চাইতে হবে।ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) রুহুল কবীর খান গণমাধ্যমে জানিয়েছেন, আজও বিক্ষোভকারীরা প্রথম আলো অফিসের সামনে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশেরও ব্যাপক সদস্য সেখানে মোতায়েন আছে।
এর আগে রবিবার দুপুর থেকে প্রথম আলো কার্যালয়ের সামনে অবস্থান নেন এই বিক্ষোভকারীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা সরেননি। তারা সেখানে গরু জবাই করে যিয়াফতের আয়োজন করেন। পরে সন্ধ্যায় যখন কারওয়ান বাজারে শাক-সবজির ট্রাক আসার সময় তাদের সরিয়ে দেয় যৌথবাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এসময় বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে পুলিশের ছয় সদস্য আহত হন।
(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসএস/ইএস)
মন্তব্য করুন