যারা বেহায়াপনা ও হত্যা-গুম করেছে দেশবাসী তাদের ক্ষমা করবে না: এনাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২৪, ২০:৪৬| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২০:৫২
অ- অ+

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেছেন, যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিলো, বেহায়াপনা করেছে, গুম-খুন করেছে দেশব্যাপী তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে ও দেশের স্বার্থে আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি। ছাত্রজনতার রক্তের বিনিময়ে পাওয়া এই অর্জন নস্যাৎ হতে দেওয়া যাবে না।

সোমবার বিকালে মালিবাগ আবুজর গিফারী কলেজ প্রাঙ্গণে শাহজাহানপুর থানার ১২ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এনাম বলেন, শেখ হাসিনা বলেছিলেন ৬০ বছর হলে আমি আর প্রধানমন্ত্রী হবো না। অথচ ৮০ বছর বয়সেও জোর করে আবারও ক্ষমতা নিয়েছে। তারেক রহমান বলেছেন-দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না। বিএনপি যা বলে তাই করে। আর আওয়ামী লীগ যা বলে তার উল্টোটি করে।

রবিউল ইসলাম নয়ন তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও সক্রিয়। দীর্ঘ দেড় দশকের অত্যাচার, অবিচার ও কষ্টের ঘা যখন শুকাতে চলছে তখন পতিত স্বৈরশাসকের প্রেতাত্মারা সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে। পুলিশ বাহিনীতে এখনও ছাত্রলীগের গুন্ডারা বসবাস করছে। তাদেরকে ছাঁটাই করুন। আজকে স্বৈরাচারের দোসরা আটক হলে পুলিশের পোশাকধারী সেই ছাত্রলীগের ক্যাডাররাই থানায় তাদের জামাই আদরে রাখছেন।

১২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসির রহমানের সভাপতিত্বে সদস্য সচিব নাজিম উদ্দীন নাজিমের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসাইন, সদস্য (দপ্তর) শাহাজাহান চৌধুরী, থানা আহ্বায়ক হুমায়ন কবির নাহিদ, সদস্য সচিব সাইদুর রহমান রিপন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/জেবি/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা