পরিবারের সঙ্গে মিলেছে হারিছ চৌধুরীর ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৫:০১| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:২০
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপি নেতা হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তোলা মরদেহের ডিএনএ নমুনা তার পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে মিলেছে। এখন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার পরিবারের পছন্দমতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন করতে বলেছেন আদালত।

বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী ব্যারিস্টার মাহদীন চৌধুরী বলেন, “ছদ্মবেশে থাকা সেই মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী। ডিএনএ টেস্টে তা প্রমাণিত হয়েছে। হারিছ চৌধুরীর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সেখান থেকে সিলেটের কানাইঘাটে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।”

এর আগে গত ৫ সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তুলে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন হাইকোর্ট বেঞ্চ।

২০২১ সালে গণমাধ্যমে হারিছ চৌধুরীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের ৪ সেপ্টেম্বর ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে থাকা হারিছ চৌধুরীকে ঢাকার সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর তার নামে কেন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে না। এছাড়া ইন্টারপোল রেড নোটিশ কেন প্রত্যাহার করা হবে না একইসঙ্গে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলায় বীর মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান দিয়ে কেন কবরস্থ করা হবে না এই মর্মে রুল জারি করা হয়।

২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর হারিছ চৌধুরী সস্ত্রীক তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগরে যান। রাত ১২টার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে জানান, ঢাকায় বিএনপি নেতাদের বাসভবনে যৌথবাহিনীর অভিযান চলছে। কয়েক ঘণ্টা পর যৌথ বাহিনী হারিছের বাড়িতে হানা দেয়। কিন্তু তার আগেই তিনি সটকে পড়েছিলেন। কিছুদিন সিলেটে লুকিয়ে থাকার পর ওই বছরের ২৯ জানুয়ারি জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যান। ভারতের আসামের করিমগঞ্জ জেলার বদরপুরে তার নানার বাড়ি। সেখানেই তিনি ওঠেন। সেখান থেকেই বিদেশে যাতায়াত করতেন।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
খুলনায় তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট গ্রেপ্তার 
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা