গাজীপুরে যমুনা গ্রুপের কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৬, ০৮:৫৬| আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৩:২৯
অ- অ+

গাজীপুরের সফিপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠান শামীম স্পিনিং কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। আগুনে কারখানার গুদামে রাখা সুতা, মালামাল ও মেশিনারিজ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানায়, রবিবার সকাল সাড়ে ৫টার দিকে গাজীপুরের সফিপুরে যমুনা শামীম স্পিনিং কারখানার রিসাইক্লিং প্ল্যান্ট মারগাছায় আগুন লাগে। মুহূর্তে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। পরে আগুন পাশের সুতার গুদাম, তুলার গুদাম, ফিনিশিং সেকশন ও নিটিং সেকশনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, ইপিজেড, জয়দেবপুর, টঙ্গি, সাভার ও ঢাকা থেকে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। তবে আগুন লাগার কারণ এখনো জানান যায়নি।

কারখানার উপমহাব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, কারখানাটিতে রাতে ১০ জন শ্রমিক কাজ করছিলেন। তবে সবাই বেরিয়ে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন এখনো জ্বলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার পর শ্রমিকেরা বেরিয়ে যান, এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২অক্টোবর/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক জাকির হুসেন মারা গেছেন
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর অভিযান, আটক ২৫
বিজয় দিবসকে ঘিরে সারা দেশে র‌্যাবের ব্যাপক নিরাপত্তা বলয়
চট্টগ্রামের সাবেক এমপি নদভী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা