দুর্গা পূজার নিরাপত্তা নিয়ে সভা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০১৬, ১৫:০২
অ- অ+

আসন্ন দুর্গা পূজাকে কেন্দ্র করে ফরিদপুরে পুলিশ প্রশাসনের আয়োজনে নিরাপত্তাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর পুলিশ লাইনে হল রুমে এই সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. জামিল হাসান বলেন, ‘পূজায় হিন্দু-মুসলমান সকলেই আনন্দ করবে, তবে কারো আনন্দে অন্যের বিরক্তি করা চলবে না। এই উৎসবকে কেন্দ্র করে কেউ কোনো উৎস্কানিমূলক কর্মকা- সৃষ্টি করলে কঠোরব্যবস্থা গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।’

তিনি বলেন, ‘পূজা বির্সজন বিষয়ে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত তা সকলের মানতে হবে। সন্ধ্যার মধ্যে প্রতিমা নিয়ে বির্সজন ঘাটে পৌঁছতে হবে এবং নয়টার মধ্যে বির্সজনের কাজ শেষ করতে হবে। আমরা চাই সকলেই শান্তিপূর্ণভাবে এই উৎসবকে পালন করুক।’

পুলিশ সুপার বলেন, ‘যেসব মন্দিরে অধিকসংখ্যক দর্শনার্থী উপস্থিত হবে- সেখানে পুলিশ বেশি করে নিরাপত্তার ব্যবস্থা করবে।’

তিনি বলেন, ‘এটা আমাদের জাতীয় উৎসব, তাই সকলেই মিলেই শান্তিপূর্ণভাবে পালন করব।’

সভায় আরো বক্তব্য রাখেন- ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকেশ সাহা প্রমুখ।

ফরিদপুর জেলার নয়টি উপজেলায় এবার ৭৩৪টি ম-পে দুর্গা পূর্জার আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
ব্যয় সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান 
খুনের ঘটনায় যেন অপমৃত্যু মামলা রেকর্ড না হয়, সতর্ক করলেন ডিএমপি কমিশনার 
মেজর পরিচয়ে ‘ভুয়া’ বিয়ে, শারীরিক সম্পর্কের ভিডিও দিয়ে নারীকে ব্ল্যাকমেইল করেন তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা