প্রার্থী বদলের গুঞ্জন, বুধবার পাকুন্দিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে তৃণমূলের ভোটে নির্বাচিত প্রার্থীর পরিবর্তে কেন্দ্র থেকে অন্য প্রার্থীর নাম ঘোষণার গুঞ্জনে বুধবার উপজেলাটিতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। তৃণমূলের ভোটে নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনের সমর্থকরা মঙ্গলবার রাতে হরতালের ডাক দেয়।
জানা গেছে, মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য তৃণমূলের ভোট নেয়া হয়। ভোটগ্রহণ শেষে সর্বোচ্চ ভোট পাওয়া মোতায়েম হোসেন স্বপনকে গত ২ অক্টোবর বিজয়ী ঘোষণা করা হয়। পরে জেলা আওয়ামী লীগও প্রার্থী হিসেবে স্বপনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠায়।
কিন্তু মঙ্গলবার রাতে খবর আসে তৃণমূলের ভোটে পরাজিত প্রার্থী ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিসবাহ উদ্দিনকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এমন খবর পেয়ে স্বপনের সমর্থকরা তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল পালনের ডাক দেন স্বপনের সমর্থকরা। রাতে উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা স্বপনের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/৫ অক্টোবর/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন