বৃদ্ধ মাকে মারধর, ছেলের ২ বছরের কারাদণ্ড
চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৬, ১৯:৩১
চাঁদপুরে মাদকদ্রব্য সেবন করে বৃদ্ধ মাকে মারধর করার অভিযোগে নেছার আহমেদ পলাশকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেন তাকে এই দ- দেন।
কচুয়া থানার এসআই ওয়াজেদ আলী জানান, উপজেলার আমুজান গ্রামের হাজী বাড়ির মাদকসেবীর পলাশ সকালে মাদকদ্রব্য সেবন করে তার বৃদ্ধ মা সাজেদা বেগমকে মারধর করে। পরে পুলিশ তাকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন