সিরাজদিখানে স্কুলছাত্রী তাহমিয়ার হামলাকারীদের শাস্তি দাবি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তাহমিয়া জাহান আঁখিকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টায় সিরাজদিখান-নিমতলা সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা চেয়ারম্যান মহিউদিন আহমেদ বলেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের উপড় যারা সন্ত্রাসী হামলা চালায়- তাদের দৃষ্টান্তমূলক হওয়া উচিত।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোরহাব হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন প্রমুখ।
গত ১৬ অক্টোবর রশুনীয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাহমিয়া জাহান আঁখিকে কুপিয় জখম করেছে দুর্বৃত্তরা।
(ঢাকাটাইমস/২০ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন