মুন্সীগঞ্জে বীর প্রতীককে কুপিয়ে জখম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচরে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত শহীদুল্লাহকে মঙ্গলবার ভোরে আটক করেছে পুলিশ।
কমান্ডার রফিকুল ইসলামের ছেলে রবিউল ডালিম জানান, গত পাঁচ দিন আগে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাটেরচর গ্রামের মনিরুল ইসলামকে ৫শ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনার জন্য শহীদুল্লাহ, বীর প্রতীক রফিকুল ইসলামকে দোষারূপ করে। ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ৭টার দিকে একদল ‘সন্ত্রাসী’ নিয়ে শহীদুল্লাহ মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। তাকে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রফিকুল ইসলাম, বীর প্রতিক গজারিয়া উপজেলার একটি মাদকবিরোধী সংগঠনের উপদেষ্টা।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েত-উল-ইসলাম ভূঞা জানান, এ ঘটনায় মঙ্গলবার ভোরে শহীদুল্লাহকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন