‘শিক্ষার গুনগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:১২| আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শিক্ষার গুনগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই।’

বৃহস্পতিবার রাজশাহী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) এর ৩য় ব্যাচের ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হবে পরীক্ষার বর্ষ ও সংস্কারের বর্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার সবই আমরা করবো।’

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী এবং কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের ৩য় ব্যাচের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ এর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।

আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩টি সরকারি এবং ১৭টি বেসরকারি কলেজের ২৮ জন পুরুষ এবং ১২ জন মহিলা পাঠদানকারী শিক্ষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পাঁচ দিনের এই প্রশিক্ষণে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াসিম মো. মেজবাহুল হক এবং সুনামগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. আহসান শহীদ আনসারী রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট তুলে দেন।

(ঢাকা টাইমস/১২ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রেস উইং
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এলাচ! আলসারের সমস্যায়ও মহৌষধ
এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার
ভোটার তালিকা হালনাগাদে ১৬টি নির্দেশনা দিয়েছে ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা