মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচন
মনোনয়ন জমা দিলেন ৬ চেয়ারম্যান প্রার্থী
মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন তার মনোনয়নপত্র জামা দেন।
অন্যদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বজলুর রহমান রিপন, কাজী রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মৃধা ও গণফোরামের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল।
এ ছাড়াও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬২জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮জন।
(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন