এতিমদের নিয়ে শেখ মনির জন্মদিন পালন যুবলীগের
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি’র ৭৮ তম জন্মবার্ষিকী পালন করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।
এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারের কয়েকশ অনাথ শিশুদের নিয়ে বর্ণাঢ্য কেক কাটা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা। এতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক জুয়েল মাহমুদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম পারভেজ, জেলা যুবলীগ নেতা সুবল সাহা, আনু সাহা, সুজন খন্দকার, আবু ঘোষ, জসিম উদ্দিন, সামিউল আলীম রনি, সেলিম মিয়া ও আল রাফি।
প্রধান অতিথি আব্দুর রাজ্জাক রাজা শিশু পরিবারের বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান। বাংলাদেশ স্বাধীন হওয়ায় ফজলুল হক মনির ভূমিকা ছিল অপকল্পনীয়। এই ডিসেম্বর মাসে এমন কৃতি সন্তানের জন্মদিন পালন করতে পারায় আমরা ধন্য। এ সময় তিনি শিশু পরিবারের অনাথ শিশুদের কোনো রকম সমস্যা রয়েছে কি না সেদিকে খোঁজ খবর নেন।
(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন