মুন্সীগঞ্জে দুই ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার
মুন্সীগঞ্জের ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহজালাল ও তার সহযোগীদের ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশের বিশেষ দল। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চলে।
এ সময় রাসেল খাঁন মিলন ও শামিম মিয়া নামে শাহজালাল বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়েছে। ওই সময় ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নাশকতার জন্য শাহজালালসহ ১৫-২০ জনের একটি দল একত্রিত হয়েছে। আমরা ফোন ট্রেকিং করে অবস্থান নিশ্চিত করে অভিযানে নামি। শাহজালাল বাহিনী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। শাহজালাল এক পর্যায়ে পুলিশকে মারধর করে পালিয়ে যায়। এ সময় দুই জনকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, অস্ত্র আইনে ও পুলিশের উপর হামলার কারণে পৃথক দুটি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন