খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুলিশসহ আহত ৬
খাগড়াছড়ির স্টেডিয়াম গেট এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন-পুলিশ সদস্য শাহিন (৩২), ইসমাইল (২৮), খবংপড়িয়া এলাকার যতন কুমার চাকমার ছেলে প্রাণ জ্যোতি চাকমা (৫৫), শালবন এলাকার মো. পারভেজের ছেলে তামীম (২২), আনন্দ নগর এলাকার দিলীপ ঘোষের স্ত্রী তুলশী রানী ঘোষ (৫৫) এবং মাটিরাঙা ভূমি অফিসের কর্মচারী ব্রিরেন্দ্র ত্রিপুরা (৪৫)।
পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে সকালে স্টেডিয়াম গেট এলাকায় গ্যাস সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে তা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল তুলশী রাণী ঘোষ। বিকট শব্দে হঠাৎ সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এ সময় সেখানে থাকা দুই পুলিশ সদস্যসহ ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মজিদ আলী (বিপিএম-সেবা) মেয়র রফিকুল আলম, জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রইছ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা।
(ঢাকাটাইমস/১৬ডিসেম্বর/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন