আলু ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সিরাজদিখানের কৃষকরা
দেশের বৃহত্তম আলু উৎপাদনকারী এলাকা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গোটা জনপদে এখন গাছের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। এ জেলার প্রধান অর্থকরী ফসল আলু। গত দুই মৌসুমে আলুর ভালো ফলন ও আলু চাষে লাভবান হওয়ায় সিরাজদিখানের কৃষকরা এবার উৎসাহ নিয়ে আলু চাষ করছেন।
অন্যান্য বছর এ সময় সিরাজদিখান উপজেলার হাটবাজারগুলোতে আগাম আলু উঠে। কিন্তু এবার জমি থেকে পানি নামতে দেরি হওয়ায় আগাম আলু চাষ ব্যাহত হয়। আলু উত্তোলন শুরু হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। আলু রোপনের পর তা পরিপূর্ণ হয়ে উঠতে সময় লাগে তিন মাস। আলু আবাদে উপজেলার কৃষকদের সহায়তা করছেন বাড়ির নারীরাও। তারা বীজ আলু কেটে দিচ্ছেন। কাটার পর শ্রমিকরা তা জমিতে নিয়ে রোপন করছেন। বর্তমান বাজারে আলুর চড়া দাম। বীজ আলু কাটার পর অবশিষ্ট কাটা আলু ব্যবসায়ীরা বাড়িতে গিয়েই ১০-১৫ টাকা কেজি দরে কিনে নিয়ে যাচ্ছেন।
এসময় উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের সব পুঁজি যাচ্ছে মাটির নিচে আলুর জমিতে। আলু চাষাবাদ মৌসুমে উপজেলার সব ধরনের ব্যবসায় মন্দাভাব দেখা দেয়।
কৃষক সিরাজুল ইসলাম জানান, গত বছর আলু রোপন করে ভাল দামে বিক্রয় করেছি। তাই এ বছর ২ বিঘা জমিতে আলু রোপন করেছি। আসা করছি ভাল পরিচর্যা করলে ফলন ও ভাল পাব।
(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন