কাতারে হতে যাচ্ছে ম্যাগা কনসার্ট ও বিজয় মেলা
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আয়োজিত হচ্ছে মেগা কনসার্ট ও বিজয় মেলা। সম্প্রতি বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানান, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে ১৮ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজয় মেলা ২০২৪। এতে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি ও কাতারস্থ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের স্টলে থাকবে দেশীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও আন্তর্জাতিক মানের উৎপাদন সামগ্রী যা বিদেশিদের আকৃষ্ট করতে পারে। মেলায় প্রতিদিন আরও থাকবে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ।
রাষ্ট্রদূত আরও বলেন, আগামী ২০ ডিসেম্বর দূতাবাসের পৃষ্ঠপোষকতায় জাতীয় পতাকাসংবলিত আন্তর্জাতিক মানের অ্যাপ ‘হ্যালো সুপার স্টার’-এর উদ্যোগে কাতারের এশিয়ান টাউনের এমফিথিয়েটারে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নায়ক সাকিব খান, নায়িকা পরী মনি, শিল্পী আসিফ আকবর ও আঁখি আলমগীর সহ থাকবে তিন দেশের ১৭ জন সেলিব্রেটি।
এ ছাড়া ২১ ডিসেম্বর পাঁচ তারকা হোটেল শেরাটন দোহায় দূতাবাসের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। এতে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধি, কাতারি ব্যবসায়ী, প্রবাসী ব্যবসায়ী ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
রাষ্ট্রদূত এসব অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য কাতার প্রবাসী সাংবাদিক ও রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হ্যালো সুপার স্টার্স-এর নির্বাহী পরিচালক মিসেস গিজেল ও ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানী এড. পয়েন্টের সিইও ও ফাউন্ডার আফতাব বিন তমিজ।
(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/মোআ)
মন্তব্য করুন