ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে মার্কিং বাতির আলো অস্পষ্ট হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এর ফলে ওই রুটের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এজন্য সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে এই রুটের উভয় ঘাটে বাস, মাইক্রোবাসসহ অন্তত পাঁচ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। তবে কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এমআর)
মন্তব্য করুন