মাদারীপুরে মাহেন্দ্র উল্টে চালক নিহত
মাদারীপুরে সদর উপজেলার ছিলারচর বাসস্ট্যান্ডে মাহেন্দ্র উল্টে শাহিন খান নামে এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. ফিরোজ খানের ছেলে। পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি প্রদীপ কুমার জানান, বেপরোয়াভাবে শাহীন ছিলারচরের ব্রিজের কাছে এলে তার মাহেন্দ্র উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ষোঘণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি,আইএইচ)
মন্তব্য করুন