ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
মুন্সীগঞ্জ সিরাজদিখানে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই স্কুলের সিনিয়র শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে আজ বিকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়। সভায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয় এবং এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ জানান, গত ১ জানুযাররি শিক্ষক ফরিদ সরকারের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। দোষী সাব্যস্ত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর নির্দোষ প্রমাণিত হলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৫জানুয়ারি/প্রতিনিধি/জেডএ)মন্তব্য করুন