সিরাজদিখানে ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০১৭, ১৫:২৮
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের বরাম গ্রামের ইছামতি নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, দুপুরে চিত্রকোর্টের বরাম এলাকার বাসিন্দারা ইছামতি নদীতে একটি বস্তা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গকে জানান। তারা ঘটনাস্থলে গিয়ে বস্তা দেখতে পান এবং বস্তার ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে তাদেরও বিষয়টি সন্দেহ হয়। পরে তারা বস্তার বিষয়টি পুলিশে জানায়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরো জানান, বিদেশি কম্বল দিয়ে প্যাচানো অজ্ঞাত যুবকের বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে। পরনে লুঙ্গি ও একটি হাফহাতা গেঞ্জি ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর তার লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে নদীতে ফেলে গেছে।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনে তিন কাপ কফি বাড়ায় আয়ু! ক্যানসার-হার্টের সমস্যাও হবে পগারপার
নুসেইরাতে গণহত্যার এক দিন পর গাজার স্কুল ও বাড়িঘরে ইসরায়েলের বোমাবর্ষণ
যুক্তরাষ্ট্রের ‘অসহযোগী’ দেশের তালিকায় ভারত
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা