পুলিশি বাধায় যুবদলের সমাবেশ পণ্ড, আটক ৩
মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবদলের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয়। এসময় যুবদলের তিন নেতাকে আটক করা হয়।
আটকরা হলেন- আ. মতিন, মুজাম্মেল হক মল্লিক ও সাগর।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা এ ঘটনা ঘটে।
বিকালে যুবদলের সভাপতি জয়নাল আবেদীন মৃধা জেমসের নেতৃত্বে দলের উপজেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শ্রীনগর বাজার প্রদক্ষিণ শেষে পোস্টঅফিসের সামনে এসে সমাবেশ করার সময় পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
অপর দিকে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আ. মতিনের নেতৃত্বে শ্রীনগর কলেজ গেইট থেকে একটি মিছিল বের হয়ে এম রহমান কমপ্লেক্সের সামনে এলে পুলিশ বাধা দেয়।
(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন