চাঁদপুরে কুকুরের কামড়ে ১৮ জন জখম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৮ ব্যাক্তি জখম হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে ১২টার মধ্যে ৭/৮টি পাগলা কুকুর মতলব পৌরসভার পাশাপাশি আটটি এলাকার লোকজনকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। এতে ১৮ ব্যাক্তি মারাত্মক আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। তারা হলেন- হাবিব প্রধানিয়া, স্বপন বেপারী ও শাহ আলম মিজি।
পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন বলেন, ঘটনাটি দুঃখজনক। এসব পাগলা কুকুর নিধনে ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান জানান, ভর্তি হওয়া ১৫ জনের পা, হাত, কোমড় ও বুক-পিঠ জখম হয়েছে। তাদের র্যাবিস ভ্যাকসিন ও র্যাবিস ইমিউনোগ্লোবলিন ইনজেকশান দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন