গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এছাড়া মারাত্মক আহত হয়েছেন আরো ১৫ জন।
সোমবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপালগঞ্জ থেকে ব্যাসপুরগামী লোকাল বাস ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে মালবাহী একটি ট্রাক খুলনা যাওয়ার পথে সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যান। অপরদিকে মারাত্মক আহত ১৫ জনকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ-কাশিয়ানী-রামদিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন