চাঁদপুরে ৪শ ইয়াবাসহ দুই চোরাকারবারি আটক
চাঁদপুরে চারশ পিস ইয়াবাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে চাঁদপুর স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. মিজান হোসেন ও মো. আলমগীর হোসেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে রেলওয়ে পুলিশ চাঁদপুর স্টেশন এলাকায় দুই যুবকের প্যান্টের পকেট তল্লাশি চালায়। এসময় ২শ পিস করে দুইজনের পকেট থেকে ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা জানান, তারা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস যোগে চট্রগ্রাম থেকে ইয়াবা বহন করে ঢাকায় বিক্রি করার জন্য চাঁদপুর স্টেশনে নামে। তাদের বাড়ি চট্রগ্রাম জেলার আনোয়ারা থানায়।
এ ব্যাপারে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করা হয়েছে।
(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন