সাংবাদিক হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌর মেয়রের গুলিতে দৈনিক সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে রবিবার বেলা ১১টা থেকে মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সমকাল সুহৃদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন সংবাদকর্মী ছাড়াও নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সহ-সম্পাদক শহীদুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনিরুল ইসলাম মিহির, বারসিকের সমন্বয়কারী বিমল রায়, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিক শিমুলসহ সকল সাংবাদিক হত্যার বিচার করতে হবে। অন্যথায় সাংবাদিকরা রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।
(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন