শিবচরে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদ
দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে নির্মমভাবে গুলি করে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে সাংবাদিকরা মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ পালন করেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিবচর পৌর এলাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে সমকাল পত্রিকায় কর্মরত ছিলেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- শিবচর প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাসিরুল হক, সহ-সভাপতি প্রদ্যুৎ কুমার সরকার, ধর্মবিষয়ক সম্পাদক এম সাঈদ আহম্মদ, কোষাধ্যক্ষ শিব শংকর রবিদাস।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডি এম হাবিবুর রহমান।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন