চাঁদপুরে লঞ্চ থেকে ৫৭৫ কেজি জাটকা জব্দ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৪৪
অ- অ+

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৫৭৫ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকাগামী এমভি ফারহান-৪ ও ৬ এবং এমভি কর্ণফুলী-১ লঞ্চে অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করা হয়।

নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম অভিযান এ পরিচালনা করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল হক জব্দকৃত জাটকা কোল্ডস্টোরেজে সংরক্ষণের নির্দেশ দেয়।

পুলিশ জানায়, জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উপ-পরিদর্শক মো. শহীদুল ইসলাম বলেন, নৌ পথ নিরাপদ রাখতে আমরা তৎপর রয়েছি। কোনো অবস্থাতেই নৌ পথে কেউ নিষিদ্ধ দ্রব্যাদি পরিবহণ করতে পারবে না। জাটকা মাছ সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি। জাটকা নিধনরোধে এই অভিযানের ধারা আগামীতেও অব্যাহ থাকবে।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাঝরাতে সুন্দরবনে অসুস্থ পর্যটক, ছুটে গেল কোস্ট গার্ডের মেডিকেল টিম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলার প্রত্যাশা লিটনের
আজ থেকে সৌদি প্রবাসীরা পাবেন এমআরপি পাসপোর্ট
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট, চার দিনের সফরসূচিতে যা রয়েছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা