নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে অনুদান, তদন্ত কমিটি

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৪
অ- অ+

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত প্রত্যেকের পরিবারকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হককে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুর্ঘটনার পরপরই নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মো. মোজ্জাম্মেল হক, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

রবিবার সকাল সাড়ে আটটার দিকে বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে নিহত হয়েছেন ১২ জন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। নামক স্থানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

নিহতর হলেন- হাসানের পরিবারের হাসান (৩৫), তার স্ত্রী হালিমা (২৬), পুত্র ইশান (১২) ও শ্যালিকা ঝুমা (১৬), মানিকের পরিবারের মানিক (৫০), তার স্ত্রী মাফিয়া (৪০), পুত্র অন্তর (৭) ও পুত্রবধূ শারমিন (২০), অন্য পরিবারের দুই ভাই-বোন নাজমুল (৩৬) ও সাধনা (৪০) এবং ড্রাইভারের সহকারী হিরা মিয়া (৪২)।

নিহত অপর জন হচ্ছেন হাইয়েসের ড্রাইভার। তার নাম-ঠিকানা জানা যায়নি। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে জানা গেছে।

ভৈরব হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, একই ইউনিয়নের হাওড় এলাকা ছাতিরচর গ্রামের বাসিন্দা হাসান ও মানিক পরিবার দীর্ঘদিন ধরে ঢাকার কামরাঙ্গীর চরের বস্তিতে বসবাস করে। তারা ঢাকা শহরে রিকশা চালিয়ে ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিবছর তারা ছাতিরচরের একটি গ্রাম্য মেলায় যোগ দিতে বছরে একবার গ্রামে আসতেন। রবিবার তারা ওই গ্রাম্য মেলায় যোগ দিতে ঢাকা থেকে একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ে ছাতিরচরের উদ্দেশে রওয়ানা দেন। মাইক্রোবাসটি বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় পৌঁছলে হঠাৎ সিএনজিচালিত একটি অটোরিকশা মাইক্রোবাসটির সামনে পড়ে। মাইক্রোবাসটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাবার সময় বিপরীত দিক থেকে অগ্রদূত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান হাসান ও মানিক পরিবারের ৯ জনসহ ১১ জন মাইক্রোযাত্রী। আহত হন আরো ১০ জন। এ অবস্থায় আশেপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে।

তিনি জানান, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো গ্রামের বাড়ি ছাতিরচরে নিয়ে গেছেন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত
পূর্ব তিমুরের সঙ্গে দুই বিষয়ে সমঝোতা স্মারক সই
সালথা-নগরকান্দায় রাস্তাবিহীন তিন সেতু নির্মাণ, জনদুর্ভোগ চরমে
কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা