কুমিল্লায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গাংরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গাংরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এসময় তিনজন ঘটনাস্থলেই নিহত হন। এতে দুর্ঘটনাকবলিত বাসটির অপর ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বলেছেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে৷
(ঢাকা টাইমস/১৫ডিসেম্বর/এসএ)

মন্তব্য করুন