ভালোবাসা দিবসে গাছে গাছে পাখির ঘর

এস এম রেজাউল করিম, ঝালকাঠি
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৩
অ- অ+

ভালোবাস দিবসে পাখির প্রতি ভালোবাসায় গাছে গাছে ঘর বেঁধে দিয়েছে ঝালকাঠির একদল তরুণ। ‘নির্ভয়ে ভালোবাসায় বাঁধব পাখির নীড়’ স্লোগানে মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। এ সময় গাছে গাছে পাখির জন্য বেঁধে দেয়া মাটির হাঁড়ি।

‘পাখিপ্রেমিক আমরা কজন’ নামে কর্মসূচির উদ্যোক্তারা জানান, ভালোবাসা দিবসে ১০১টি হাঁড়ি ঝুলিয়ে এই কর্মসূচির শুরু করেছেন তারা। বছর জুড়ে পর্যায়ক্রমে সারা শহরে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বন কর্মকর্তা জিয়াউল হক, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম, শিরিন শারমিন, উদ্যোক্তা মো. রিয়াজুল ইসলাম উজ্জ্বল, আলি ইমাম অনু, নাইম ইসলাম, রাফায়েল সিয়াম, তাকওয়া আকন, রিয়াজুল ইসলাম, রায়হান ফেরদৌস বাপ্পী ও শফিকুর রহমান।

উদ্যোক্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রকৃতির প্রধান প্রাণ পাখির নিরাপদ প্রজনন ব্যবস্থা নিশ্চিত করতে গাছে হাঁড়ি বেঁধে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সব প্রাণীর প্রতি ছড়িয়ে দিতে হবে। আমাদের এ কার্যক্রম সারা বছরই চালু থাকবে।’

ঝালকাঠি জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী বলেন, কয়েক যুবক যে পাখির প্রতি ভালোবাসা দেখিয়েছে তা অতুলনীয়। তাদের এ মহতী কার্যক্রম সবার মধ্যে উৎসাহ জাগাবে। প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরাজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ৭- মন না জাগলেও শরীর জাগে
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা