সিরাজদিখানে শিক্ষা সপ্তাহ পালিত
‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বুধবার সিরাজদিখানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শুরু করে উপজেলা চৌরাস্তা মোড় হয়ে উপজেলা প্রাঙ্গণ লিচুতলায় এসে শেষ হয়।
এর পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিম, উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা রানী দত্ত, চোরমর্দ্দন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী সরকার প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন