গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে সিপিবির মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০২| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৪
অ- অ+

গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এতে সিপিবির জেলা শাখার সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সংকর প্রসাদ ভৌমিক ও খুশি মোহন দাস, জেলা সিপিবির সদস্য, কৃষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এম আর লিটন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি ও লুটপাটের ফলেই সরকার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই দায় জনগণের ওপর চাপানো হচ্ছে। গ্যাসের দাম বাড়ানোর এই অযৌক্তিক সিদ্ধান্ত জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন: গবেষণা
ভারতের দোসর আ. লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়: লিটন
বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
সৌম্য-মিরাজের জোড়া অর্ধশতক, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা