ঢাকা-মাওয়া মহাসড়কে ধর্মঘটে বিপাকে যাত্রীরা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০০| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৩
অ- অ+

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে ঢাকা-মাওয়া মহাসড়কেও। যানবাহন সংকটে প্রায় অচল হয়ে পড়েছে মহাসড়ক। মঙ্গলবার ভোর থেকে পূর্ব ঘোষণা ছাড়া শুরু হওয়া এ ধর্মঘটের কারণে মাওয়া ঘাট থেকে দূরপাল্লার কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

সড়ক দুর্ঘটনায় মিশুক মনির ও তারেক মাসুদসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন ও এক নারীর মৃত্যুর ঘটনায় ট্রাকচালক মীর হোসেন মিরুর মৃত্যুদ- দেন আদালত। এ রায়ের প্রতিবাদে সারাদেশের পরিবহন শ্রমিকরা একযোগে এ ধর্মঘট শুরু করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার ঢাকাটাইমসকে জানান, মহাসড়কে বাস চলাচল নেই বললেই চলে। দূর পাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মহাসড়কে অবস্থান নিচ্ছে। ট্রাক, লেগুনা চললেও তা সংখ্যায় খুব কম।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্তদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন: গবেষণা
ভারতের দোসর আ. লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়: লিটন
বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
সৌম্য-মিরাজের জোড়া অর্ধশতক, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা