জনবল নিচ্ছে আরএফএল
দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান আরএফএল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিন পদে ২২ জনকে নিয়োগ দেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে। পুরো মার্চ মাস জুড়ে এই পদগুলোতে নিয়োগের জন্য আবেদন করা যাবে।
সিনিয়র এক্সিকিউটিভ—সেলস (গার্মেন্টস অ্যাকসেসরিজ)
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় পারদর্শী এবং ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।
সেলস এক্সিকিউটিভ (করপোরেট সেলস)
সিভিল বা মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালনায় ও উপস্থাপনে পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোডাক্ট ডিজাইন)
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। সিনিয়র এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করা যাবে যথাক্রমে ৫ এপ্রিল, ৩০ মার্চ ও ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত।
(ঢাকাটাইমস/০৭মার্চ/জেবি)
মন্তব্য করুন