ভারতের সড়কে চালকবিহীন গাড়ি!

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০১৭, ১১:১৬
অ- অ+

গুগল, অ্যাপল, টেলসা, নিসান, টয়োটার মতো অটোমোবাইল প্রতিষ্ঠান চালকহীন গাড়ি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এবার ভারতের সড়কেও চালকবিহীন গাড়ি নিয়ে পরীক্ষা চলবে। বিশেষ প্রযুক্তির এই গাড়ি ভারতেও মিলবে। এই গাড়ি গাড়ি তৈরি করেছেন খড়্গপুর, কানপুর এবং মুম্বাই প্রকৌশল শিক্ষার্থীরা।

খড়্গপুর আইআইটির কয়েক জন ছাত্র বিশেষ ধরনের এই গাড়িগুলো নিয়ে পরীক্ষা চালাচ্ছেন। সেখানেই তৈরি হয়েছে গাড়িগুলো। কানপুর এবং মুম্বাইয়ের ছাত্রেরা নিজেদের হাতে তৈরি মডেলগুলো রাস্তায় নামিয়ে পরীক্ষা করছেন।

খড়গপুর আইআইটির অটোনমাস গ্রাউন্ড ভেহিকেল বিভাগের প্রধান দেবাশিষ চক্রবর্তী বলেন, ‘ভারতের মানুষ, রাস্তা এ সব বিষয় মাথায় রেখেই ছাত্রেরা মডেল তৈরি করেছেন।’

চালক ছাড়া রাস্তাঘাট সঠিক ভাবে শনাক্তকরণের জন্য এই গাড়িতে থাকছে বিশেষ এক ব্যবস্থা, থ্রিডি লেজার সেন্সর লিডার। এই বিশেষ লিডার তৈরি করেছেন ওই তিন আইআইটি শিক্ষার্থী।

মুম্বই আইআইটির শিক্ষার্থী অঙ্কিত শর্মা বলেন, ‘ইনস্টিটিউটের মধ্যেই স্ক্র্যাচ থেকে আমরা এই গাড়িগুলি তৈরি করছি। কেবলমাত্র এর সেন্সর বাইরে থেকে আনা হয়েছে।’

(ঢাকাটাইমস/৯মার্চ/এজেড)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা