মাটিরাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০১৭, ১৩:৫৬
অ- অ+

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কলেজছাত্রী আরিফা বেগমকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে মোহাম্মদ হুসাইন নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে নিহতের বড় ভাই মো. আমান হোসেন।

অভিযুক্ত মোহাম্মদ হুসাইন তবলছড়ি গ্রিনহিল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

এদিকে ঘটনার পর থেকেই মোহাম্মদ হুসাইন পলাতক রয়েছে।

নিহত আরিফা বেগমের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন অভিযোগ করেন, একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ হুসাইন দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার বোন সাড়া না দেয়ায় সে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার আগের দিন মঙ্গলবারও তাকে প্রেম নিবেদন করে ও আপত্তিকর কথা বলে। এতে তার বোন আরিফা বেগম রাগে-অভিমানে বুধবার ভোর চারটার দিকে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো বলেন, নিহতের বড় ভাই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মোহাম্মদ হুসাইনকে আসামি করে মামলা করেছেন।

লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৯মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা