‘জঙ্গিরা মানব নয়- দানব’

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০১৭, ১৮:৩৬
অ- অ+

‘দানবের সমাজ নই, আমরা মানব সমাজের। আগে মানে করা হতো, মাদ্রাসাছাত্ররা জঙ্গি সংগঠনের সাথে জড়িত, কিন্তু ইংলিশ মিডিয়ামের পাঁচ ছাত্র গুলশান হামলায় জড়িত থেকে ২০ জনকে হত্যা করে। এরা মানুষ নয়, এরা মুসলমান নয়, এরা কোন ধর্মের নয়- এরা দানব। আর আমরা দানবের সমাজ চাই না, আমরা মানব সমাজ চাই।’

শ্রীনগরে পাইলট স্কুল অ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তীতে সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শনিবার এসব কথা বলেন।

প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অভিভাবকদের উচিত বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে সন্তানদের এগিয়ে নিয়ে যাওয়া। এক্ষেত্রে শিক্ষকদের সাথে অভিভাবকদের মিলবন্ধন দৃঢ় করতে হবে। নোট বইয়ের নিচে চাপা পড়ে ব্যহত হয় শিক্ষার মূল উদ্দেশ্য। স্কুল, হোমওয়ার্ক, টেলিভিশনের মাধ্যমেই সীমাবদ্ধ শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থা।’

এসময় অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুল ইসলাম লস্করের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ। আরো অতিথি ছিলেন- পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব বেগম আকতারী মমতাজ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, এই স্কুলের সাবেক ছাত্র ও ইসলামী ব্যাংকের পরিচালক জয়নাল আবেদীন, সাবেক ছাত্র মহিউদ্দিন খান মোহন প্রমুখ।

দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম পর্বে সকাল ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুরু হয়। দ্বিতীয় পর্বে বিকালে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক ছাত্রদের এই মিলনমেলায় আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

(ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা