উরসে গুলি করে যুবককে হত্যা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ১৯:২৮
অ- অ+

নরসিংদীর আলোকবালীতে উরসে জুয়া খেলা নিয়ে রুবেল মিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

বৃহস্পতিবার গভীর রাতে আলোকবালীর চরের কাজীরকান্দী গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজীরকান্দী গ্রামে জনৈক আলাউদ্দিনের বাড়িতে উরসের নামে তিন দিন ধরে জুয়া খেলা চলছিল। উরসের রাতে জামাল ও রুবেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে জামাল পিস্তল দিয়ে রুবেলের থুতনির নিচে গুলি করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন জামালকে ধরে আটক করে এবং আহত রুবেলকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথেই রুবেল মারা যায়।

এদিকে আটক জামালকে পুলিশের নিকট সোর্পদ করে স্থানীয়রা।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার
আজ মহান বিজয় দিবস
গণহত্যাকারী দল আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে কোনো সমঝোতা নয়: রাশেদ
ঢাকা দক্ষিণের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মকবুল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা