নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ১৭:৫৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তার দল সব সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। তবে নির্বাচনের মতো পরিবেশ সৃষ্টি করতে হবে। আর সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব সরকারের।

রবিবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ীস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। মানুষের অধিকারগুলো ফিরিয়ে দিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে হবে।’

সম্প্রতি জঙ্গিদের হঠাৎ উত্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘জঙ্গিবাদকে বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই প্রশ্রয় দেবে না। বাংলাদেশের মানুষ যেকোনো সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে এবং সে কারণেই বাংলাদেশে জঙ্গিবাদ কখনো প্রশ্রয় পায়নি।’

একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চার পরিবেশ ফিরে এলে জঙ্গিবাদের সমস্যা থাকবে না বলে মনে করেন ফখরুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক 

বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে লেবার পার্টির বৈঠক

সরকার সহিংসতা করে দায় আমাদের ওপর চাপিয়েছে: নজরুল ইসলাম

আ স ম রবের বাসভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেল 

সমমনা জোটের সঙ্গে বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটি

তিস্তা প্রকল্পের সম্প্রসারণের নামে গাছ কাটা নির্মমতা: ন্যাপ 

শহীদ মিনারে আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বিভাজন থেকে বেরিয়ে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা উচিত: মির্জা ফখরুল 

এদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :