খাগড়াছড়িতে সীমানা বিরোধে সংঘর্ষে আহত নারীর মৃত্যু
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির ওমরপুর গ্রামে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে গুরুতর আহত খোদেজা মারা গেছেন।
রবিবার বেলা দুইটার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত খোদেজার স্বামী কাজিম উদ্দিনও গুরুতর আহতবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওমরপুর গ্রামের আ. রহিমের ছেলে মো. আলম ও আলমাসের সঙ্গে কাজিম উদ্দিনের সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অনেক বার শালিশ হলেও আলম বাহিনী তা বার বার প্রত্যাখান করে।এর জের ধরে শনিবার সকাল সাড়ে আটটার দিকে আলম বাহিনী ধারালো অস্ত্র দিয়ে কাজিম উদ্দিন ও তার স্ত্রী খোদেজাকে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। আহতবস্থায় দুই জনকে প্রথমে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে খোদেজাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে আজ ররিবার বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে খাইরুল মুঠোফোনে ঢাকাটাইমসকে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নিহতের ছেলে খাইরুল বাদী হয়ে পানছড়ি থানায় আলম, আলমাস ও আবুল কাসেমকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৩।
(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন