কিশোরগঞ্জে ঝড়ে নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি
কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড়ে গাছ চাপা পড়ে একজন নিহত হয়েছেন। এছাড়া ঘরবড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার দুপুরে ঝড়ে করিমগঞ্জ উপজেলার কনিকপুর গ্রামের দিনমজুর রইছউদ্দিনের ঘরের ওপর একটি আম গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঝড়ের সময় শিলাবৃষ্টিও হয়েছে। এতে বিভিন্ন স্থানে বহু ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে করিমগঞ্জ ছাড়াও কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। গাছপালাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন