সিদ্ধিরগঞ্জের বিআরডিবির অফিস সহকারীর মৃতদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিস সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মনিরুল ইসলাম (৪২)। রবিবার দুপুরে সানারপাড় বিআরডিবির শাখা অফিসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনিরুলের বাড়ি কুষ্টিয়া জেলায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: শরাফত উল্লাহ জানান, সিদ্ধিরগঞ্জের সানাপার এলাকায় অবস্থিত বিআরডিবির অফিস মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিনদিনের ছুটি দেয়া হয়। কিন্তু অফিস সহকারী মনিরুল ইসলাম ওই অফিসেই থাকতেন। ছুটিতে তিনি বাড়ি যাননি।
অফিসের এক কর্মকর্তার বরাত দিয়ে ওসি আরও জানান, ওই কর্মকর্তা ছুটি শেষে গতকাল অফিসে এসে দেখেন রুম ভেতর থেকে বন্ধ করা। ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে রবিবার দুপুরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে অফিস কক্ষের জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে মনিরুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
ওসি জানান, মনিরুল হাই প্রেসারের রোগী ছিলেন। তিনি ঘুমের ও প্রেসারের ওষুধ নিয়মিত খেতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলানালে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে বলা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
(ঢাকাটাইমস/২৬মার্চ/এএইচএস/ইএস)
মন্তব্য করুন