জঙ্গিবাদ ও বাল্যবিয়ের বিরুদ্ধে ২৫ সহস্রাধিক শিক্ষার্থীর শপথ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ হাজার শিক্ষার্থী একযোগে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও জঙ্গিবাদকে ‘না’ বলে শপথ নিয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় মতলব নিউ হোস্টেল মাঠে ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেয়।
এতে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
এ সময় আলোচনায় অংশ নেন- সহকারী কমিশনার (ভূমি) আইরিন আক্তার, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কুতুব উদ্দিন, জয়নাল আবেদীন প্রধানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন