জামিন পেলেন হাইমচরের সেই উপজেলা চেয়ারম্যান

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০১৭, ২০:৩৯
অ- অ+

চাঁদপুরের হাইমচরে ছাত্রদের মানবসেতুর উপর দিয়ে জুতা পায়ে হেঁটে পাড় হওয়া সেই উপজেলা চেয়ারম্যান জামিন লাভ করেছেন।

হাইমচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী দুই মাস পর বুধবার বিকালে নিম্ন আদালতে আত্মসর্মপন করেন। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (নারী ও শিশু) মামুনুর রশীদ তাকে জামিন দেন।

শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগ এনে শিক্ষার্থীর এক অভিভাবক হাইমচর উপজেলা পরিষদের এই চেয়ারম্যানসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছিলেন।

মামলাটি উচ্চ আদালতে উপস্থাপন করা হলে হাইকোর্ট নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন। সেই মোতাবেক বুধবার নিম্ন আদালতে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী হাজির হন।

প্রসঙ্গত, চাঁদপুরের হাইমচরের নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে ৩০ জানুয়ারি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের পিঠের উপর দিয়ে জুতা পায়ে হেঁটে সেতু পাড় হন এই উপজেলা চেয়ারম্যান। এতে সর্বস্তরে নিন্দার ঝড় উঠে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আয়নাঘর’ ছিল র‌্যাবে, স্বীকার করে ডিজির দুঃখ প্রকাশ
হোয়াইটওয়াশ এড়াতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
স্ত্রীর দেয়া পুঁজিতে খামার শুরু, এখন মাসে আয় লাখ টাকা
এবার আরেক মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা