প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় যুবক আটক
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরিফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
সে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের বিশুহাটি গ্রামের মুর্শিদ আলীর ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের কলাদিয়া গ্রামের জনৈক এক প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় প্রবাসীর স্ত্রীর চিৎকারে দৌড়ে পালানোর চেষ্টা করে আরিফ। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন ঢাকাটাইমসকে জানান, ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আরিফ হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন