কচুরিপানার দখলে নরসিংদীর মেঘনা, চার বছরেও হয়নি সেতু
এম লুৎফর রহমান, নরসিংদী
প্রকাশিত : ০২ এপ্রিল ২০১৭, ১১:১৭
কচুরিপানার কারণে নৌ-পরিবহন চলাচল হুমকির মুখে পরেছে নরসিংদীর মেঘনা নদীতে। ফলে নৌচলাচল, যাতায়াত ও পরিবহন সংকট তীব্র হয়ে উঠেছে।
অন্যদিকে এলজিইডির অর্থায়নে নরসিংদী মেঘনা নদীর উপর একটি সেতু করার কথা থাকলেও চার বছর অতিক্রম হওয়ার পরও কাজ সম্পন্ন না হওয়ায় চরাঞ্চলবাসীর ভোগান্তি এখন চরমে।
চরাঞ্চলবাসী জানায়, এসময় কচুরিপানার কারণে নদী পারাপার প্রায় অসম্ভব হয়ে উঠে। আর চরাঞ্চলের মানুষ প্রায় সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। কোন জরুরি রোগী নিয়ে আসাটাও খুব কষ্টদায়ক। সেতুর কাজ সম্পন্ন হলে চরাঞ্চল এলাকা আরো উন্নত হতো। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সেতুটির কাজ সম্পন্ন হচ্ছে না। যেভাবে তারা কাজ চালাচ্ছে সেতুর কাজ সম্পন্ন হতে আরো চার বছর লাগতে পারে বলে জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, ১০-১২ জন শ্রমিক দিয়ে ধীর গতিতে কাজ চলছে। অন্য দিকে শ্রমিকদের ঠিক মত বেতন দিচ্ছে না এম এম বিল্ডাস ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলজিইডি কাজ দেখাশুনা করার কথা থাকলেও এলাকাবাসীর দাবি, কেউ কাজ দেখাশুনা করছে না। ফলে কয়েকবার কাজের সময় বাড়িয়েও কাজ শেষ হচ্ছে না।
অপর দিকে সরকারের কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে। যেভাবে কাজ হচ্ছে আগামী চার বছরে কাজ শেষ হবে না বলে জানান এলাকাবাসী।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে।
এসব বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী কথা বলতে রাজি হননি।
(ঢাকাটাইমস/২এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন