শরীয়তপুরে পদ্মা থেকে ৫ চাঁদাবাজ আটক
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের খেঁজুরতলা এলাকার পদ্মা নদী থেকে পাঁচ চাঁদাবাজকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার সকাল ৯ টার দিকে তাদের আটক করা হয়। পরে দুপুর ১২ টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তাদের নিয়ে সংবাদ সম্মেলন করে ডিবি পুলিশ।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহা বলেন, সকাল ৯ টার দিকে বিভিন্ন ট্রলার ও নৌকা থেকে চাঁদাবাজি করার সময় পদ্মা নদীর খেঁজুরতলা এলাকা থেকে ট্রলারসহ ৫ চাঁদাবাজকে আটক করা হয়। এরা দীর্ঘদিন ধরে নদীতে চাঁদাবাজির সাথে জড়িত।
(ঢাকাটাইমস/০৯এপ্রিল/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন