নওগাঁয় যুবকের লাশ উদ্ধার
নওগাঁর রানীনগরে মতিয়ার রহমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চকাদিন গ্রামের জিল্লুর রহমানের বাড়ির পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের বাড়ি উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের দুলু সরদারের ছেলে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্থানীয়রা ওই যুবকের লাশটি চকাদিন গ্রামের জিল্লুর রহমানের বাড়ির পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রানীনগর থানায় মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন